Friday , 7 August 2020
শিরোনাম
হোমওয়ার্ক না করায় শিশুকে হত্যা করল পরিবারের সদস্যরা

হোমওয়ার্ক না করায় শিশুকে হত্যা করল পরিবারের সদস্যরা

স্কুলের হোমওয়ার্ক না করায় ফ্রান্সের একটি পরিবারের সদস্যরা নয় বছর বয়সী শিশুকে পিটিয়ে হত্যা করেছে। এ ঘটনা যখন ঘটে তখন ছেলেটির বড় ভাই, বোন ও এক সৎ বোন উপস্থিত ছিল। শিশুটির মা ঘটনাস্থলে উপস্থিত না থাকলেও ছেলেকে বেধড়ক মার দেওয়ার বিষয়টি তার অজানা ছিল না। ফলে ভাই–বোনদের সঙ্গে পুলিশ তাকেও গ্রেফতার করেছে। এই ঘটনা এমন এক সময় ঘটল যখন স্কুলে সহিংসতা মুক্তভাবে পাঠদান নিশ্চিত ও পরিবারে শিশুদের শারীরিক ও মানসিক নিপীড়ন বন্ধে ফ্রান্সের সংসদ আইন পাসের কথা ভাবছে। গত রবিবার (১৮ নভেম্বর) ভুক্তভোগী শিশুটি মৃত্যুবরণ করে। প্রতিবেশীরা তার পরিবারকে সহানুভূতিও জানান। কিন্তু সমস্যা দেখা দেয় ময়নাতদন্তের প্রতিবেদনে। কারণ ছেলেটির বাবা-মা ছেলের মৃত্যুর বিষয়ে যা জানিয়েছিল, তার সঙ্গে ময়নাতদন্ত প্রতিবেদনের মিল ছিল না। শেষ পর্যন্ত পুলিশের তদন্তে বের হয়ে আসে, তাকে পরিবারের সদস্যরাই পিটিয়ে মেরে ফেলেছে হোমওয়ার্ক না করায়। সংশ্লিষ্ট চিকিৎসক জানিয়েছেন, শিশুটির হার্ট অ্যাটাক হলেও সে আসলে মারা গেছে মারের কারণে। তার শরীরে, বিশেষ করে পায়ে কালশিটে পড়ে গিয়েছিল।

সুত্র: বিবিসি