Friday , 7 August 2020
শিরোনাম
মনোনয়নপত্র প্রত্যাহারের সময় আসন চূড়ান্ত হবে

মনোনয়নপত্র প্রত্যাহারের সময় আসন চূড়ান্ত হবে

জাতীয় ঐক্যফ্রন্টের সকল দল মনোনয়নপত্র দাখিলের পর, প্রত্যাহারের সময় আসন বণ্টনের বিষয়টি চূড়ান্ত হবে বলে জানিয়েছেন ফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।

মঙ্গলবার (২৭ নভেম্বর) দুপুরে বেইলি রোডের তার নিজ বাসা ভবনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বৈঠক করেন। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

মনোনয়ন প্রসঙ্গে ড. কামাল হোসেন বলেন, ‘আমরা এখন সবাই মনোনয়নপত্র জমা দেব। মনোনয়নপত্র প্রত্যাহারের সময় ফাইনাল করা হবে কারা মনোনীত হচ্ছেন।’

এ সময় মির্জা ফখরুল ইসলাম বলেন, আসন ভাগাভাগি নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। ঐক্যবদ্ধভাবে আমরা নির্বাচন করবো।

গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু বলেছেন, আমরা সবাই মনোনয়ন পত্র জমা দেবো। কিন্তু জোটগত ভাবে যখন মনোনয়নপত্র প্রত্যাহার করা হবে তখন আসন বণ্টনের বিষয় চূড়ান্ত হবে।

তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার নিয়ে আমরা আলোচনা করেছি। আগামীকাল বা দ্রুতই ইশতেহার ঘোষণা করা হবে।