Saturday , 30 May 2020
শিরোনাম
ভারতের তামিল নাড়ূতে আটকে পড়েছে দু’শর বেশী সাতক্ষীরার নাগরিক

ভারতের তামিল নাড়ূতে আটকে পড়েছে দু’শর বেশী সাতক্ষীরার নাগরিক

নিজস্ব প্রতিবেদক: করোনার কারনে লগডাউন হওয়া ভারতে আটকে আছে সাতক্ষীরার দু’শোরও বেশি কর্মজীবী সাধারন নাগরিক। তারা বৈধভাবে বিভিন্ন সময়ে ভারতে কাজের জন্য গিয়েছিল। নোভেল করোনার কারনে অনিশ্চয়তার মধ্যে কাটছে তাদের দিন রাত।

কথা হয় ভারতের তামিল নাড়ূ থানার পেরেনদুরায় আটকে পড়া বাংলাদেশি কয়েক জন দিনমজুরদের সাথে। ভারতে কাজ করতে যাওয়া আমিনুর রহমান বলেন আমরা কাজের জন্য ভারতে এসেছিম। নোভেল করোনার কারনে বন্ধহয়ে গেছে পুরো ভারতের যোগাযোগ ব্যাবস্থা। আমরা কর্মহীন হয়ে পড়েছি দুশোরও বেশী মানুষ, আমাদের সবার বাড়ি সাতক্ষীরায়। করোনার কারণে ঘর থেকে বাইরে আসতে পারছিনা। আামাদের খাবার ও টাকা ফুরিয়ে এসেছে। ভারতে বাংলাদেশিদের সহযোগীতার কেউ নেই। দেশে ফিরতে চাই সবাই।

আরোও কথা হয় ভারতে আটকে পড়া জাহাঙ্গীর আলোম ও শেখ আল আমিনের সাথে তারা বলেন আমাদের সাহায্য করেন, আমাদের জীবন বিপন্ন হতে চলেছে। আমাদের খাদ্যের প্রয়োজন। আমরা সাতক্ষীরায় ফিরতে চাই। তারা বলেন, আমরা যেখান আছি এটা ভারতের তামিল নাড়ূ থানার পেরেনদুরায় পানিকাম পালিয়াম (ময়লাখোলা)।