Friday , 3 April 2020
শিরোনাম
জাতীয় কবিতা উৎসব-২০১৯ শুরু

জাতীয় কবিতা উৎসব-২০১৯ শুরু

কবির হাতে ছিল পাঁচটি গোলাপ। আঘাতের আশঙ্কায় কাঁটাগুলোকে নখ দিয়ে তুলে ফেললেন তিনি, কবি আনিসুল হক। ফুলগুলো নিয়ে তিনি যাবেন রুবী রহমানের কাছে। মাত্র কয়েক গজ তাঁদের দূরত্ব। এর মধ‍্যে সেলফি শিকারিদের ভিড়। তাঁদের বিমুখ করেননি তিনি। ছবি তুলেছেন। তারপর রুবী রহমান ও কাজী রোজীর কাছে গিয়ে তাদের হাতে লাল গোলাপগুলো তুলে দিয়ে শুভেচ্ছা জানান তিনি। চারপাশে বসে ছিলেন আরও অনেক কবি। জাতীয় কবিতা উৎসব বলে কথা। যেদিকেই চোখ যায়, দেখা যায় কবিদের মুখ। চোখ পড়ে যায় কবির চোখে।

 

আজ শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গণগ্রন্থাগারের খোলা ময়দানে শুরু হয়েছে ৩৩তম জাতীয় কবিতা উৎসব। কবিতা পরিষদের আয়োজনে উৎসবের উদ্বোধন করেন কবি আসাদ চৌধুরী। সংগঠনটির সভাপতি মুহাম্মদ সামাদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক তারিক সুজাত, আহ্বায়ক রবিউল হুসাইন। উৎসবের ঘোষণাপত্র পড়েন রুবী রহমান এবং শোকপ্রস্তাব পাঠ করেন আমিনুর রহমান সুলতান।