Monday , 6 April 2020
শিরোনাম
চীনে কেমিক্যাল ফ্যাক্টরিতে বিস্ফোরণ: নিহত ২২

চীনে কেমিক্যাল ফ্যাক্টরিতে বিস্ফোরণ: নিহত ২২

চীনের উত্তরাঞ্চলের একটি রাসায়নিক কারখানার পাশে বিস্ফোরণের ঘটনায় অন্তত ২২ জন নিহত হয়েছেন।
মধ্যরাতের কিছু আগের এ বিস্ফোরণের ঘটনায় অসংখ্য যানবাহন ধ্বংস হয়েছে বলে বুধবার দেশটির এক কর্মকর্তা নিশ্চিত করেছেন।
হবেই প্রদেশের শেনঝুয়া কেমিক্যাল ইন্ডাস্ট্রি কোম্পানি লিমিটেড নামের ওই রাসায়নিক কারখানাটি চীনের ঝানজিয়াকও শহরে অবস্থিত। যে শহরে আগামী ২০২২ সালের শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এদিকে ভয়াবহ বিস্ফোরণে নিহত ছাড়াও প্রাথমিক তথ্য অনুযায়ী আরো ২২জন আহত এবং ৩৮টি ট্রাক ও ১২টি যাত্রিবাহী গাড়ি পুড়ে গেছে।
রাসায়নিক কারখানায় বা কারখানা বা সংলগ্ন এলাকায় বিস্ফোরণের ঘটনা চীনে প্রায়ই ঘটতে দেখা যায়। ফলে দেশটির জন্য এই বিস্ফোরণের ঘটনাগুলো এখন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।