Tuesday , 4 August 2020
শিরোনাম
চট্টগ্রামে ‘আই জি এম আই এস’ কলেজের নবীন বরণ

চট্টগ্রামে ‘আই জি এম আই এস’ কলেজের নবীন বরণ

চট্টগ্রাম থেকে, মিজানুর রহমান॥ “এসো হে নবীন বাজিয়ে সুর লহরী, উল্লাসিত নব বীণ আজ, সুর মিলিয়ে গাইব জয় যাত্রার গান, আনন্দে আহ্বলাদিত নবীন প্রাণ”

চট্টগ্রামে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত আই. জি. এম. আই. এস. (ইনিস্টিটিউট অফ গ্লোবাল ম্যানেজমেন্ট এন্ড ইনফরমেশন সিস্টেম) কলেজের তেরো তম ব্যাচের নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন। গতকাল (বৃহস্পতিবার) নগরীর মেহেদী-বাগস্থ আই. জি. এম. আই. এস. ক্যাম্পাসে তাদের এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে রহিম উল্লাহ (হেড অব মাইডাস ফাইন্যান্স, চিটাগং ব্রাঞ্জ) সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন এস এম জাকির হোসাইন (আই. জি. এম. আই. এস. প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান) এবং বিশেষ অতিথি ছিলেন পুষ্প কান্তি বড়ুয়া (প্রভাষক), মাহফুজুল আনোয়ার (এক্স কো অর্ডিনেটর), মোঃ ইমরান হোসেন (সহকারী প্রভাষক) ও সাইফুল ইসলাম শিপলু (সহকারী প্রভাষক) প্রমুখ।

অনুষ্ঠানে তাদের পরিবেশনা গুলির মধ্যে ছিল গান, আবৃত্তি, নাচ, কৌতুক, অভিনয় ও কথা মালা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন এগারো ও বারো তম ব্যাচের শিক্ষার্থী সুভ চৌধুরি ও সাফা মারাওয়া।