Monday , 6 July 2020
শিরোনাম
করোনায় মৃত ব্যক্তিকে দাফন-কাফন নির্ভয়ে করুন: জাফরুল্লাহ চৌধুরী

করোনায় মৃত ব্যক্তিকে দাফন-কাফন নির্ভয়ে করুন: জাফরুল্লাহ চৌধুরী

করোনাভাইরাসে মৃত ব্যক্তিকে দাফন-কাফন নির্ভয়ে নিয়ম অনুযায়ী করা যাবে বলে জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। আজ সোমবার (৬ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, করোনাভাইরাসে মৃত ব্যক্তিকে নির্ভয়ে শরীয়তের নিয়ম অনুযায়ী দাফন-কাফন করুন। অন্যেরাও নির্ভয়ে নিজ নিজ ধর্মের নিয়মানুযায়ী সৎকার করুন।

করোনাভাইরাসে মৃত ব্যক্তিকে দাফন-কাফন নির্ভয়ে নিয়ম অনুযায়ী করা যাবে বলে জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। আজ সোমবার (৬ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, করোনাভাইরাসে মৃত ব্যক্তিকে নির্ভয়ে শরীয়তের নিয়ম অনুযায়ী দাফন-কাফন করুন। অন্যেরাও নির্ভয়ে নিজ নিজ ধর্মের নিয়মানুযায়ী সৎকার করুন।

তিনি আরও বলেন, মৃত ব্যক্তির শরীরে করোনাভাইরাস বাঁচতে পারে না, তার বৃদ্ধিও হয় না। করোনায় মৃত ব্যক্তির শরীর থেকে অন্য ব্যক্তির শরীরে প্রসারিত হয় না। মৃত ব্যক্তিকে ধর্মীয় মতে সাবান দিয়ে গোসল করালে করোনার প্রসার বন্ধ হয়।

এর আগে করোনা শনাক্তকরণের কিট তৈরির কাঁচামাল চীন থেকে এসে পৌঁছেছে জানিয়ে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, কাঁচামাল এসেছে, এই কিট দিয়ে ১৫ মিনিটে পরীক্ষার ফল জানা যাবে। উৎপাদনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

আগামী ১১ এপ্রিল যতগুলো জায়গায় করোনা পরীক্ষা হয়, সব জায়গায় কিট দেওয়া হবে। পরীক্ষায় উত্তীর্ণ হলে পুরোদমে এর উৎপাদন শুরু হবে। এই কিটের জন্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ভারত থেকে চাহিদার কথা জানিয়ে অনুরোধ করেছে বলেও জানিয়েছেন তিনি।

গণস্বাস্থ্য কেন্দ্র থেকে জানানো হয়, তাদের গবেষকরা মাত্র ১৫-২০ মিনিটে পরীক্ষা করা যায় এমন কিট উদ্ভাবন করেছেন। গণস্বাস্থ্য ফার্মাসিটিক্যালসের প্রধান বিজ্ঞানী ড. বিজন কুমার শীলের নেতৃত্বে ড. নিহাদ আদনান, ড. মোহাম্মদ রাঈদ জমিরউদ্দিন ও ড. ফিরোজ আহমেদ এই পদ্ধতি উদ্ভাবন করেছেন।