Thursday , 2 July 2020
শিরোনাম
কবি গুলজার রহমানের রমজানের নতুন কবিতা

কবি গুলজার রহমানের রমজানের নতুন কবিতা

বরকতময় রামাদান

গুলজার রহমান

বাড়াতে শান দিতে মান

আসছে মাহে রমাদান

দিব যাকাত করব দান

জীবনকে করব ইহসান।

নামাজ পরব বেশী বেশী

নিত্য রব উপবাসী

সেহেরি খাব ইফতার করব

রবে মুখে হাসিখুশি।

ফরজ ওয়াজিব সুন্নত নফল

শেষ জীবনের সহায় সম্বল

ভুলে গিয়ে ফেতনা ফাসাত

দিন দুনিয়ার হতে হবে সফল।

বরকত ময় রমাদান

আত্ম সিদ্ধির ফরমান

পাপ নাসের সুবর্ণসময়

গাইব শ্রোষ্ঠার জয়গান।